জাতীয়

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন

আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এছাড়া, আগামী ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল জানা যাবে।

মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ হ্রাসের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে অর্থাৎ ২০২৫ খ্রিস্টাব্দের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে। উক্ত সময়ের মধ্যে তিনটি বিসিএসের (৪৪, ৪৫ ও ৪৮তম) চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ৪৪তম, ২২ সেপ্টেম্বর ৪৮তম এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

আগামী ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যাদের একইসঙ্গে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, তাদের উক্ত পরীক্ষার এক মাস পূর্বে বা এক মাস পর ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কোনো প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপ না হয়, সে লক্ষ্যে কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দেশে চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএসকে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ মে বিশেষ বিসিএসের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই হবে।

৪৮তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল ২১ জুলাই এবং চূড়ান্ত ফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে।

নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা হবে। উল্লিখিত পরীক্ষার তারিখ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে, কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।