কোরবানি ঈদের দ্বিতীয় দিন বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মোট ১৩১৭৪ মেট্রিক টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।
রবিবার (৮ জুন) ডিএনসিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যেই পুরো নগরীকে বর্জ্যমুক্ত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদের দিন দুপুর থেকেই ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, “আমরা সকাল, দুপুর ও রাত মিলিয়ে তিন ধাপে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছি। আজ বিকেল ৩টা পর্যন্ত আমাদের আমিনবাজার ল্যান্ডফিলে মোট ১৩১৭৪ মেট্রিক টন কোরবানির বর্জ্য পাঠানো হয়েছে। এজন্য মোট ২৫৮০টি ট্রিপ সম্পন্ন হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা পুরো নগরীকে বর্জ্যমুক্ত করতে পারব।”
তিনি আরো বলেন, “নাগরিকদের সহযোগিতাও অনেক গুরুত্বপূর্ণ। অনেকে নির্দিষ্ট স্থানে কোরবানি দিচ্ছেন এবং সময়মতো বর্জ্য জমা করছেন। এভাবে সবাই সচেতন থাকলে পরিচ্ছন্ন ঢাকা গড়া সম্ভব।”
উল্লেখ্য, কোরবানির পশু জবাইয়ের পর প্রতিবারই নগরীতে বিশৃঙ্খল বর্জ্য পরিস্থিতির সৃষ্টি হয়। তবে গত কয়েক বছর ধরে ডিএনসিসি এবং ডিএসসিসি দুই সিটি করপোরেশনই নির্ধারিত সময়সীমার মধ্যে বর্জ্য অপসারণে সক্রিয় ভূমিকা রাখছে।