জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে লক্ষ্যে কোনো মতভিন্নতা নেই। সবার উদ্দেশ্য এক।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনা শুরুর আগে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘প্রথম পর্যায়ের দুই মাসব্যাপী আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছে, যা জাতীয় সনদ তৈরির প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে একমত হওয়া এখন জরুরি।’’
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘‘আমাদের এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যতে আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে।’’
তিনি জানান, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বিষয়গুলোতে অগ্রগতি অর্জন করেছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে চায়। সবার সহযোগিতায় জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনায় কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আজকের আলোচনার মূল বিষয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার বিধান।