জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত: উদ্ধার কাজে যুক্ত হয়েছে হেলিকপ্টার

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধারে যুক্ত হয়েছে হেলিকপ্টার। 

সোমবার (২১ জুলাই) দুপুর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল।

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের ওপর পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে। ফলে অনেকে আহত হয়েছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি আহত ব্যক্তিকে উত্তরার বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।