জাতীয়

মাইলস্টোন ট্র্যাজিডি: হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে ২ জন, আশঙ্কাজনক ৪

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বাসায় ফিরছে আজ। তবে হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

শনিবার (২৬ জুলাই) দুপুরে দগ্ধ রোগীর আপডেট নিয়ে ব্রিফ করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি আছে ৩৬ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, আর ৯ জনের অবস্থা গুরুতর। তবে একটি ভালো খবর হলো আজ দুই শিক্ষার্থী হাসপাতাল থেকে বাসায় ফিরছে।” 

আজ সকালে দুই ঘণ্টার ব্যবধানে এ ঘটনায় দগ্ধ শিশুসহ দুজন মারা গেছেন। তাদের একজন মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)। সে স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্ট্যাফ মাসুমা। দুজনই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭ জন মারা গেলেন। 

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন মারা গেছে, তাদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়ে এখনও অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।