জাতীয়

বনানী কবরস্থানে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

 

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বজনদের কবরে ফুল দিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মাদ নাসিম, আবদুল লতিফ সিদ্দিকি, মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম ও মাহবুব-উল আলম হানিফ, সাহারা খাতুনসহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

 

এর পরে স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মাদ নাসিমের নেতৃত্বে ১৪ দলীয় জোটের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পরে সহযোগি সংগঠনের পক্ষ থেকেও ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

     

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৪/নৃপেন রায়/ইভা/রফিক