রাজধানীতে শুরু হয়েছে বাস-ট্রাক চালকদের জন্য তিন দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কর্মসূচি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এই কার্যক্রম মঙ্গলবার তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা শেখ মইনউদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘চালকদের চোখ ভালো থাকলে রাস্তাও নিরাপদ থাকে। অনেক দুর্ঘটনার মূলে রয়েছে দৃষ্টিশক্তির দুর্বলতা। তাই চোখ ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত।’’
তিনি আরও জানান, সরকার ১ হাজার চালকের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার সভাপতির বক্তব্যে বলেন, ‘‘চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুধু তাদের জন্য নয়, জনসাধারণের নিরাপত্তার জন্যও অপরিহার্য।’’
এই কর্মসূচি আগামী ৩১ জুলাই পর্যন্ত তেজগাঁও ট্রাক টার্মিনাল, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে চলবে। চশমা, রক্তচাপ, ডায়াবেটিস, চোখের গ্লুকোমা ও নাইট ভিশন পরীক্ষাসহ চালকদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা।
সহযোগী সংস্থার মধ্যে রয়েছে আহছানিয়া মিশন, ভিশন স্প্রিং, ডাস, আল-নূর হাসপাতাল, বারডেম, রেড ক্রিসেন্টসহ ২০টিরও বেশি সংস্থা।