জাতীয়

হাতির চিকিৎসা দিতে গিয়ে আহত ৩ জনকে আনা হলো ঢাকায় 

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে উন্নত চিকিৎসার ঢাকায় আনা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১৫ আগস্ট)  বিকেলে রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার মাইন বিস্ফোরণে একটি হাতি আহত হয়। চিকিৎসা দিতে গেলে হাতির আক্রমণে তিন জন গুরুতর আহত হন।  তারা হলেন, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান। উন্নত চিকিৎসার জন্য তাদের বিজিবির হেলিকপ্টারযোগে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।