জাতীয়

বাফার প্রশাসকের অপসারণ দাবি, ৭ কার্যদিবসের আল্টিমেটাম

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সাধারণ সদস্যরা বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগকৃত প্রশাসককে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন। তারা জানান, সাত কার্যদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে এবং প্রয়োজনে কর্মবিরতিও হবে।

সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়। 

সদস্যদের অভিযোগ, প্রশাসক নিয়োগের ৭০ দিন পার হলেও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় তিনি বিদেশে ছিলেন। এছাড়া, গ্রস ইনভয়েসে অগ্রিম আয়কর (১.৫০%), ১% টার্নওভার ট্যাক্স, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ও হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি এবং আইজি/ইজিএম জটিলতা—এগুলোতে প্রশাসকের পদক্ষেপ সংগঠনের কার্যক্রম ব্যাহত করছে।

সদস্যরা আরো দাবি করেছেন, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন লঙ্ঘনের কারণে পরিচালনা পর্ষদ বিলুপ্তির আগে লিখিত নোটিশ প্রদান ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফার সাবেক সভাপতি কবির আহমেদ, সাধারণ সদস্য বেলায়েত, কামাল আহমেদ, আজিজুর রহমান মজুমদার, নুরুদ্দীন, জন এন মন্ডল, সাইফুল আলম প্রমুখ।