ঢাকায় বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ও দুপুরের দিকে পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মীরের বাগ এলাকা থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী ও চার-পাঁচ বছর বয়সী এক ছেলে শিশুর লাশ। দুজনেরই গলায় কাপড় প্যাঁচানো ছিল বলে জানিয়েছে সদরঘাট ফাঁড়ির নৌপুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, নৌ–পুলিশ চার জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেন বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ওই পুরুষের এক হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা ছিল।
পুলিশ বলছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য চার জনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।