জাতীয়

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মিছিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। পলাশীর মোড় থেকে মিছিলের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় হিন্দুসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জাতীয়  জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ এই মিছিলের আয়োজন করে। হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ ধর্মপ্রাণ লোক মিছিলে অংশ নেন।

 

মিছিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়ন্ত লাল ভৌমিক। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম, সেক্টর কমান্ডার সি আর দত্ত, প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।

 

মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। দেশে সাম্প্রদায়িক বীজ বপন করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।’

 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাহাত্তর সালের সংবিধানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব জাতিগোষ্ঠীর জন্য সম-অধিকার নিশ্চিত করেছিলেন। কে মুসলমান, কে হিন্দু- এই পরিচয় মুছে দিয়ে সবাইকে বাঙালি জাতীয়তাবাদে পরিচিত করেছিলেন। কিন্তু বঙ্গন্ধুকে সপরিবারে হত্যা করে সেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে জিয়া, পরবর্তী সময়ে খালেদা জিয়ারা। দেশে অসংখ্য জঙ্গি হামালার নজির সৃষ্টি করে তারা। মন্দির, গির্জা ভাঙচুর করে। অন্যান্য জাতিগোষ্ঠীকে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দেয়।’

 

তোফায়েল আহমেদ আরো বলেন, ‘২০০৯ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার সেই সম্প্রীতির বন্ধন তৈরি করেছেন। এখন সময় এসেছে ফের একাত্তরের মতো ঐক্যবদ্ধ হওয়ার। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করে দেশকে আরো উন্নত করাই হবে আগামী দিনের সংগ্রাম।’

 

এর আগে হাজি সেলিম বলেন, ‘যখনই অধর্ম বেড়ে যায়, তখনই ধর্ম রক্ষায় আবির্ভাব হয় ভগবান শ্রীকৃষ্ণের। তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন।’ এই ধর্মীয় উৎসবের মাধ্যমে দেশে শিষ্টের পালন হবে, অধর্ম-অন্যায় দূর হবে, এমনটাই আশা করেন হাজি সেলিম।

 

জন্মাষ্টমীর মিছিল শেষ হয় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে গিয়ে। লাখ লাখ ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে এই মিছিলে ফুটে উঠেছে কংসের কারাগারে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠার দৃশ্যাবলি। বাদ যায়নি কৃষ্ণলীলার সব ধর্মীয় রীতিনীতিও।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৪/নাগ/সাইফুল/কমল কর্মকার