জাতীয়

‘এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি রোধে পদক্ষেপ নিয়েছে সরকার’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। টিকিটে স্পষ্টভাবে বিক্রয় মূল্য উল্লেখ এবং শুধুমাত্র লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমেই টিকিট বিক্রয় নিশ্চিত করা হবে।”

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা রোধে সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন জানান, সম্প্রতি ফ্লাইট এক্সপার্ট নামের একটি প্রতিষ্ঠানের প্রতারণামূলক কার্যক্রম সামনে আসার পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন,“টিকিটের মূল্য নির্ধারণ সাধারণত চাহিদা ও সময়ের ওপর নির্ভর করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য আদায় করছিলেন, যা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ব্রিফিংয়ের শুরুতে সচিব নাসরীন জাহান বলেন,“টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণে সরকার স্বল্পমেয়াদি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নিয়েছে।ইতোমধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়েছে।”