বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিমানের নতুন চেয়ারম্যান হিসেবে বশিরউদ্দীনের দায়িত্ব নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে বিমান মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান আইনে অর্পিত সরকারের ক্ষমতাবলে ‘দ্যা কোম্পানিজ অ্যাক্টের’ আওতায় “আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ লিমিটেড” এর অনুচ্ছেদ ৫১ এর অনুযায়ী মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।
শেখ বশিরউদ্দীন বর্তমান চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলে এ দায়িত্ব পালন করবেন।
শেখ বশিরউদ্দীন বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন এই তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তিনি প্রথম দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন। এরপর চলতি বছরের ১৫ এপ্রিল তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ১৯ আগস্ট সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বও পালন করেন।