জাতীয়

পিনাক মালিক ও তার ছেলে ৪ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এম এল পিনাক-৬-এর মালিক আবু বকর সিদ্দিক কালু ও তার ছেলে ওমর ফারুক লিমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদের আদালত সোমবার সকালে তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জুলহাস তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন।  আদালত সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে তাদের মুন্সীগঞ্জ কারাগারে পাঠান ।

 

উল্লেখ্য, কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার পথে গত ৪ আগস্ট পদ্মায় ডুবে যায় পিনাক-৬ নামের লঞ্চটি। ডুবে যাওয়া লঞ্চের আড়াই শতাধিক যাত্রীর মধ্য থেকে ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৬১ জন। ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাকের মালিক আবু বকর, লঞ্চের চালক নবী হোসেন ও কাওড়াকান্দি ঘাট পরিচালনাকারী আবদুল হাই সিকদারসহ ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএর পরিবহণ পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া।

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/১৮ আগস্ট ২০১৪/ইভা/এএ