জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদের খসড়া নিয়ে আলোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।
বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল—জুলাই জাতীয় সনদ ২০২৫ এর সমন্বিত খসড়া। গত দিনের অসমাপ্ত আলোচনা দিয়ে এ দিনের বৈঠক শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া মতামতের ভিত্তিতে খসড়াটির বিভিন্ন দিক পর্যালোচনা ও পরিমার্জন করা হয়।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রস্তাবিত সিদ্ধান্তগুলোর ভাষাগত সুস্পষ্টতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ওপর। পাশাপাশি, অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্ভাব্য বাস্তবায়ন কৌশল নিয়ে ভিন্ন ভিন্ন গ্রুপে অনানুষ্ঠানিক আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও কথা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
গত ১৬ আগস্ট জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় মতামতের জন্য। ২৯টি রাজনৈতিক দল তাদের সুপারিশ ও মতামত দিয়েছে। এসব সুপারিশ ও মতামত গুরুত্বসহকারে বিবেচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন।