জাতীয়

১৬০৪ বার সড়ক অবরোধ করেছে ১২৩ সংগঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রবিবার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এসব অব‌রোধ-অপকর্মরো‌ধে এক‌টিভ হ‌লে ব‌লে, ‘পু‌লিশ ওভার ক‌রে ফেল‌ছে।’ ‌যেমন গতরা‌তে যে আগুন ছড়ায় দি‌ছে এখন আগুন ধরা‌নোর আ‌গেই য‌দি পু‌লিশ অ‌্যাকশন নি‌তো, তাহ‌লে আপনারাই বল‌তেন- শা‌ন্তিপূর্ণ অনুষ্ঠান হ‌চ্ছে, কেন পু‌লিশ বাধা দি‌লো?’’

তিনি আরো বলেন, “একটা রাস্তার কোণা ব্লক হয়ে গেলে পুরো ঢাকা শহর প্রভাবিত হয়। তাই সংগঠনগুলোর প্রতি অনুরোধ, তারা যেন রাস্তায় অবরোধ না করে নির্দিষ্ট স্থানে, যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা উন্মুক্ত মাঠে কর্মসূচি পালন করে, যাতে জনদুর্ভোগ না হয়।” 

বৈঠ‌কে নির্বাচনের পাশাপা‌শি রাজ‌নৈতিক দলগু‌লো নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে জাহাঙ্গীর আলম ‌চৌধুরী ব‌লেন, “আমরা যেটা বলি, ফ‌্যা‌সিস্ট সরকা‌রের পত‌নের প‌রে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে যে ঐক‌্যটা ছিল, তা ধ‌রে রাখ‌তে হ‌বে। এটা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে মতা‌নৈক‌্য থাক‌তে পা‌রে, কিন্তু জা‌তির বৃহত্তর স্বা‌র্থে, গণত‌ন্ত্রের স্বা‌র্থে, গণত‌ন্ত্রের উত্তোর‌ণে, সব রাজ‌নৈতিক দল‌কে ক্ষুদ্র স্বার্থ ও দলীয় স্বার্থ প‌রিত‌্যাগ ক‌রে ঐক‌্যবদ্ধ থাক‌তে হ‌বে। এই ঐক্যে য‌দি ফাটল ধ‌রে এই সুযো‌গে ফ‌্যা‌সি‌স্টের দোসররা ঢু‌কে বিশৃঙ্খলা ও অপকর্ম সৃ‌ষ্টি কর‌তে পা‌রে।’’

জাতীয় নির্বাচন নি‌য়ে আলোচনার বিষয়ে তিনি ব‌লেন, “জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ ও নির‌পেক্ষ হ‌বে তা নির্ভর ক‌রে নির্বাচ‌নে অংশগ্রহণকারী রাজ‌নৈ‌তিক দলগু‌লোর উপর। আমা‌দের আইন শৃঙ্খখলাবা‌হিনী নির্বাচ‌নে নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষে‌ত্রে সর্বাত্মক সহ‌যো‌গিতা ক‌রে যা‌বে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’’