জাতীয়

গুলশান লেকে যুবকের লাশ 

ঢাকার গুলশান লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

রবিবার (৩১ আগস্ট) রাতে সোয়া ১টার দিকে লেক থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান কমিউনিটি সোসাইটি পুলিশের সদস্য মোহাম্মদ হাসান বলেন, “রাতে আমি ডিউটিতে যাওয়ার সময় দেখতে পাই একজন যুবক লেকে ঝাঁপ দিয়েছেন। পরে তিনি পানিতে তলিয়ে যান। আমাদের পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসেন, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ওই যুবকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে।