গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ট্রাকের বেল্ট ছিঁড়ে হুমায়ুন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভিয়েলাটেক্স স্প্রিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
হুমায়ুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেবার পূর্ব পাড় গ্রামের নূরুল ইসলাম কলোনির বারিক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক থেকে পণ্য নামানোর সময় হঠাৎ করেই বেল্ট ছিঁড়ে চালকের শরীরে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই অভিযোগ করছেন, কারখানাগুলোতে সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আখতার বলেন, “এ ধরনের খবর আমরা পাইনি। খবর পেলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”