গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রাশেদ খান বলেন, “নুরের শারীরিক অবস্থা ভালো না, তার মাথা ঘুরায়, নাক দিয়ে রক্ত পড়ে।”
স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে জানিয়ে রাশেদ খান বলেন, “হয়তো এক সপ্তাহের মধ্যে তাকে দেশের বাইরে নিয়ে যাবে।”
এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন এবং যেসব রাজনৈতিক সংগঠন ও উপদেষ্টারা হাসপাতালে দেখতে আসেন তাদেরকে ধন্যবাদ জানান রাশেদ খান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
গত ২৯ আগস্ট সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউতে নেওয়া হয়। গঠন করা হয় ৬ সদস্যের মেডিকেল বোর্ড। অবস্থার উন্নতি হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।