জাতীয়

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিলে দৈনিক বাংলার মোড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এর চালক মাইদুল আলম সিফাত (২১) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার শিকার হন সিফাত। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সিফাতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ আব্দুল হক জানিয়েছেন, ওই যুকক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। দৈনিক বাংলার মোড়ে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে যান। তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মাসুদ আলম মধ্যরাতে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে ট্রলিতে ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। 

তিনি বলেন, সিফাত রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মোবাইল ফোনে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পেলাম।

মাসুদ আলম জানান, তাদের বাসা পুরান ঢাকার ওয়ারীর র‌্যানকিন স্ট্রিটে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেছেন, সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।