শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তারা।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন- ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।
মহাজোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দ্বীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য সুজন দে, যুগ্ম মহাসচিব সুকুমার পাল, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুন্ডু তপু।