শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট আবারও চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হয়েছে। সামান্য যেসব সমস্যা আছে, তা দ্রুত সমাধান করা হবে।”
তিনি আরও জানান, সভায় মাদক নিয়ন্ত্রণ, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের উপায় নিয়েও মতবিনিময় হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, “বিএনপির প্রার্থীদের তালিকা ঘোষণার পর কয়েকটি এলাকায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্যের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, “এসব বক্তব্যের অনেক সময় সত্যতা থাকে না। তবে সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত সত্যনিষ্ঠ হয়। তাই সাংবাদিকরা যদি যাচাই করে সংবাদ পরিবেশন করেন, তাহলে উস্কানিমূলক প্রচারণা অনেকটাই রোধ করা সম্ভব। কোনো সন্দেহ থাকলে সাংবাদিকদের উচিত সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা।”
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।
প্রায় ১১ মাস পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে ২০২২ সালের ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেইট কার্যক্রম উদ্বোধন হয়।
সেসময় বিমানবন্দরে ২৬টি ই-গেইট স্থাপন করে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ (ডিআইপি)। এর মধ্যে আগমনীতে ১২টি, বহির্গমনে ১২টি ও ভিআইপিতে দুটি ই-গেইট রয়েছে।
ই-পাসপোর্টধারীরা যেন ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে এসব গেইট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই এসব গেট চালু করা হয়।
উদ্বোধনের কিছু দিন পরেই সার্ভার জটিলতায় অকেজো হয়ে পড়ে এসব ফটক। ফলে আগের মতোই লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করছিলেন অধিকাংশ যাত্রীরা।