ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে অবস্থান করছেন বিক্ষুব্ধ জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয় রাইজিংবিডি ডটকমের।
এ সময় এক বিক্ষোভকারী বলেন, ‘‘৩২ নম্বর ধূলিসাৎ না করা পর্যন্ত আমরা ফিরব না। আওয়ামী লীগের কোনো তীর্থস্থান বাংলাদেশে থাকবে না।’’
এ সময় রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এক বিক্ষোভকারী সন্তুষ্টি প্রকাশ করলেও আরেকজন অসন্তুষ্টির কথা জানান।
তিনি বলেন, ‘‘আমরা এখনো পুরোপুরি সন্তুষ্টি হতে পারিনি। আমরা তখনই পুরোপুরি সন্তুষ্ট হবো, যখন তাকে (শেখ হাসিনা) বাংলার মাটিতে এনে ফাঁসিতে তিন দিন ঝুলিয়ে রাখা হবে।’’
মুসা নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘‘আমরা সকাল থেকে ৩২ নম্বরে অবস্থান করছি। আমাদের দাবি একটাই, স্বৈরাচারের তীর্থস্থান ৩২ নম্বরের বাড়ি যেটুকু অক্ষত আছে, সেটুকু মাটির সঙ্গে গুঁড়িয়ে দিতে চাই। এজন্য যদি আমাদের সারারাত থাকতে হয়, থাকব। আইনশৃঙ্খলা বাহিনী কেন আমাদের বাধা দিচ্ছে, আমরা জানি না।’’
এর আগে, সকাল থেকে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের দিকে তারা দুটি এস্কাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান। কিন্তু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে তারা শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেননি।