ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ধানমন্ডিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ডে শুরু হয় এ বিশেষ অভিযান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ৯ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী ও মশকনিধন কর্মী অভিযানে অংশ নেন। স্থানীয় বাসিন্দারাও এতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
অভিযানকালে লেক, ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা অপসারণ করা হয় এবং বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানো হয়।
এছাড়া, ধানমন্ডি সোসাইটি ও ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতির সহযোগিতায় জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএসসিসির প্রশাসক বলেছেন, “সিটি করপোরেশনের কাজে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ থাকলে প্রতিটি এলাকার নিজস্ব চাহিদা, প্রত্যাশা ও পরামর্শ জানা যায় এবং সে অনুযায়ী পরিকল্পনা করে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়।”
তিনি আরো বলেন, “সুন্দর, বাসযোগ্য, পরিচ্ছন্ন এবং মশামুক্ত ঢাকা গড়তে বাসাবাড়ি, দোকানপাট ও বিপণিবিতানের বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি।”
অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।