অবরোধ তুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়লেও প্রকৃতপক্ষে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে সড়কে অবস্থান করছেন। তাদের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি এলে অবরোধ তুলে নেওয়া না নেওয়ার বিষয়টি পরিষ্কার হবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে, দাবি আদায়ে সাত কলেজের শিক্ষার্থীদের কয়েকটি সূত্র থেকে তথ্য এসেছিল, তারা অবরোধ তুলে নিচ্ছেন। তবে প্রকৃতপক্ষে আন্দোলনকারীরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিবালয় থেকে বের হলে কিছু সময়ের জন্য শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড় থেকে সরে গিয়ে প্রতিনিধিদের আনতে যান। তখন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম তাদের অনুরোধ করেন, সড়ক থেকে সরে যেতে।
সেই সময় খবর হয়, অবরোধ তুলে নেওয়ার বিষয়ে। যদিও আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। সাত কলেজের আন্দোলনকারীরা পরবর্তী সিদ্ধান্ত জানাতে ব্রিফ করবেন বা বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে তারা অবরোধ তুলে নেননি। এতে ওই মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিয়ে ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া পরিমার্জন করে চূড়ান্ত করার কাজ চলছে। এ কাজ সম্পন্ন করে ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা করা সম্ভব হবে আশা প্রকাশ করা হয়েছে।