জাতীয়

লালবাগে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা

লালবাগে শত্রুতার জের ধরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ইমিটেশনের জিনিস (কানের দুল) তৈরির কারখানায় কাজ করতো।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তার বাসার অদূরে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকেল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আলী রাইজিংবিডি ডটকমকে বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

নিহতের বোন সুরাইয়া আক্তার অভিযোগ করে বলেন, “শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত বখাটেরা ভাইকে কুপিয়ে হত্যা করেছে।”

নিহত মো. হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। বর্তমানে লালবাগের শহীদ নগর দুই নম্বর গলির একটি বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন।