জাতীয়

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক ব্যবস্থা নেবে’

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের তফসিল প্রচলিত নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ঘোষণা করা হবে।”

বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিপত্রগুলো প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক ব্যবস্থা নেবে। যাতে কোনো রাজনৈতিক দলই বৈষম্য বা পক্ষপাতিত্বের অভিযোগ করার সুযোগ না পায়। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আখতার আহমেদ জানান, গাজীপুর ও বাগেরহাট জেলার কিছু আসনের সীমানা নির্ধারণ সংশোধনের কাজ চলছে। এ প্রক্রিয়া মাননীয় আদালতের আদেশ অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। কাজ শেষ হলে বিষয়টি জানানো হবে।

রিটার্নিং অফিসার কারা হবেন এ তথ্য তফসিল ঘোষণার পরপরই পরিপত্রের মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি। এ বিষয়ে তফসিল ঘোষণার আগে মন্তব্য করা সমীচীন নয়।

তিনি বলেন, “প্রশাসনিক রদবদল একটি চলমান প্রক্রিয়া। যেখানে যেটুকু প্রয়োজন হবে, নির্বাচন কমিশনের সম্মতি ও অনুমতি নিয়েই তা করা হবে। আগেভাগে কতজনকে বদলি করা হবে এ নিয়ে কোনো পূর্বধারণা করা ঠিক নয়।”