ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য রক্তের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন পড়ছে। চিকিৎসা যেন দ্রুত এবং স্বাভাবিকভাবে চলতে থাকে, সেজন্য রক্তের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।