জাতীয়

হাদিকে গুলির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ 

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

শুক্রবার সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিলটি ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রাজশাহী মহানগরীর তালাইমারিতে শেষ হয়।

সিলেট শুক্রবার বিকেলে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সিলেট শহরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন চাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। 

বিক্ষোভ মিছিল চলাকালে ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, ‘হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মুন্সীগঞ্জে মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার রাত ৭টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গাইবান্ধা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলির প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন সংগঠন অংশ নেয়।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মশাল মিছিলটি বের হয়।

ঝিনাইদহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র জোট।

শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

লক্ষ্মীপুর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভে মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার রাতে শহরের চকবাজার জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়।