রাজধানীতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মোহাম্মদ শাহিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক ফিরোজ মিয়া গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে মাতুয়াইল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারিরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে শাহিনকে মৃত ঘোষণা করেন।
পথচারী শাহাআলম জানান, রাতে মাতুয়াইল মেডিকেলের সামনে সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে শাহিন ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহিনকে মৃত বলে জানান। আহত চালক ফিরোজ মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাহিনের বাসা সানারপাড় এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ শামসুল হকের ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”