গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একনিষ্ঠ মনে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা সবাই আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আগামীকাল জুমার নামাজের পরও তার জন্য দোয়া করবেন। খাস দিলে দোয়া করলে ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে ফিরবেন।”
তিনি আরো বলেন, “ভিন্ন ধর্মাবলম্বীদেরও অনুরোধ করবেন, যেন তারা নিজ নিজ রীতি অনুযায়ী ওসমান হাদির জন্য প্রার্থনা করেন। এই মুহূর্তে আমাদের দোয়া তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।”
সাংবাদিকরা ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি এবং এ নিয়ে কিছু মহলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
এর আগে গত সোমবার হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
গত শুক্রবার রাজধানীর মতিঝিল এলাকায় নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।