রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই ভবনে নালন্দা হাইস্কুল রয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ভবনে প্রবেশ করে হামলা ও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ রাইজিংবিডি ডটকমকে জানান, বিক্ষুব্ধ জনতা ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে কে বা কারা এ হামলা করেছে এখনই বলা যাচ্ছে না।
এর আগে বিক্ষুব্ধ জনতা কারওয়ান বাজার প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা করে। পরে খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ভবন দুটির চারদিক ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে।