জাতীয়

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে পুনরায় ভাঙচুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আজ সকালেও সেখানে ভাঙচুর চালানো হয়েছে।  

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে দেখা গেছে, ভবনের ভেতরের একটি অংশ ক্ষুব্ধ ছাত্র জনতার দেওয়া আগুনে পুড়ছে। আরেক অংশ তারা হাতুরি দিয়ে ভাঙার চেষ্টা করছেন।  

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে একটার দিকে বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধরা সেখানে বুলডোজার নিয়ে আসে। 

এ সময় তারা হাদি-হত্যার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত, বৃথা যেতে দেব না’। 

উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের বাড়ি ও পরবর্তীতে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা ভবনটিতে ৫ অগাস্টের পর দুই দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 

শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ, এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা হাদি হত্যার প্রতিবাদ করে। সময়ের সঙ্গে প্রতিবাদকারী ছাত্র-জনতা বাড়তে থাকে। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার পর্যন্ত। সেখান থেকে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর চালায়।