জাতীয়

হাদির জানাজায় বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা এগারোটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নিতে ইচ্ছুক মানুষের দীর্ঘ সারি দেখা যায়। 

নেত্রকোনা থেকে আসা কলেজশিক্ষার্থী সাকিব আহমেদ রনি বলেন, “আমি অনেক কষ্ট করে বাড়ি থেকে এসেছি শুধুমাত্র হাদি ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করতে। তিনি বাংলাদেশের কণ্ঠস্বর ছিলেন। তিনি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। তার জানাজায় যদি অংশগ্রহণ করতে না পারতাম তাহলে নিজের মধ্যে একটি অপরাধবোধ কাজ করতো। তাই কষ্ট করে হলেও নেত্রকোনা থেকে ঢাকায় এসেছি।

চট্টগ্রাম থেকে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসা মো. ইশা (৭০) বলেন, “ওসমান হাদির জানাজায় অংশ নিতে আমি চট্টগ্রাম থেকে এসেছি। তিনি ভারতীয় আধিপত্যবাদের জন্য জীবন দিয়েছেন। তার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন।”

নোয়াখালী থেকে আসা নূরে আলম সিদ্দিকী বলেন, “আমি নোয়াখালী থেকে গতকাল রাতে ঢাকায় এসেছি। শুধুমাত্র জুলাই যোদ্ধা হাদি ভাইয়ের জানাজা নামাজে অংশ নিতে। আমাদের দাবি, যারা হাদি ভাইকে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। 

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হয়। শনিবার (২০ ডিসেম্বর) তার মৃত্যু হয়।