ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পর এবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনেও কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।
এ বিষয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলাতে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
একইভাবে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মিশনের কর্মকর্তারা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই দুই বাংলাদেশ মিশনে ভিসার আবেদন গ্রহণ ও প্রদান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে একই কারণে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শিলিগুড়ির ওই বাংলাদেশ ভিসা সেন্টারে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চ। সেখানে ভিসা সেন্টারের একটি সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়।
এমনকি সেখানে কর্মরতদের ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। তারপরেই এই সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ নামে একটি স্বতন্ত্র সংস্থা।
এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভিসা কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।