জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচলের স্বার্থে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক পত্রের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।
পত্রে বলা হয়েছে, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০ অনুযায়ী, বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণ উপলক্ষে বিমানবন্দরে তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের অননুমোদিত উড্ডয়ন বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।
এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সাধারণ জনগণকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।