বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই ঘণ্টা টোলমুক্ত থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে, কেন টোল মওকুফ করা হবে, তা জানানো হয়নি।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায় বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা জনসাধারণের জন্য টোলমুক্ত থাকবে।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ইংল্যান্ডে থেকে বাংলাদেশে ফিরবেন। ধারণা করা হচ্ছে, এ কারণে এলিভেটেড একপ্রেসওয়ে টোলমুক্ত রাখা হবে।