জাতীয়

হাদির খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে: ইনকিলাব মঞ্চ

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান হাদির খুনি গ্রেপ্তার না হওয়ার পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। 

আব্দুল্লাহ আল জাবের বলেছেন, “আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে সরকারকে সময় দিয়েছিলাম৷ সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে৷ সরকার ওসমান হাদির নিরাপত্তার ব্যবস্থা করতে পারে নাই৷”

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, “খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না৷ পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান৷ আমরা রাতভর অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয়, অবরোধ কর্মসূচি চলবে।”

এ সময় শাহবাগ মোড় উপস্থিত ছাত্র-জনতা, ‌‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমর ‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে দুপুরে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় ও এর আশেপাশে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।