জাতীয়

আবারো শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেওয়ার পর আবারো শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। 

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন।

এসময় তারা তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টিরিম জবাব দে’,  ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমর ‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ এমন স্লোগান দেন। 

এর আগে শুক্রবার জুমার পর থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেন। 

রাতেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

তিনি বলেন, “আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে সরকারকে সময় দিয়েছিলাম৷ সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে৷ যতক্ষন পর্যন্ত খুনীদের গ্রেপ্তার করা না হয় অবরোধ কর্মসূচি চলবে।"