দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) এসব গম বহনকারী জাহাজ এমভি ইভিতা চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
সরকারি চুক্তির (জি টু জি)- ২ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম বাংলাদেশে এলো। এর মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষ হলে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।