জাতীয়

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে বিকেলে, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মাত্র ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, রবিবার পর্যন্ত ৩১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। আজ বিকেল ৫টার মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। 

মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, “রবিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের মনোনয়ন প্রদান, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ সার্বিক প্রক্রিয়া নিয়ে একটি পরিপত্র জারি করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, মনোনয়নপত্রে প্রার্থীর নাম, ঠিকানা, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, ভোটার নম্বর, ভোটার এলাকার নাম, উপজেলা ও জেলার তথ্যসহ বিস্তারিত ব্যক্তিগত তথ্য উল্লেখ করতে হবে।

এছাড়া, প্রস্তাবক ও সমর্থকের নাম, ভোটার নম্বর ও স্বাক্ষরসহ হলফনামা জমা দিতে হবে। হলফনামায় প্রার্থী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের আয়-ব্যয়ের উৎস, স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ, ঋণ সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং কোনো ফৌজদারি মামলা থাকলে তার বিস্তারিত উল্লেখ বাধ্যতামূলক।

নির্বাচনি ব্যয়ের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্য, আয়কর রিটার্নের সর্বশেষ কপি ও কর পরিশোধের প্রমাণপত্রও সংযুক্ত করতে হবে। রাজনৈতিক দলের প্রার্থী হলে দলের মনোনয়নপত্রের কপি জমা দিতে হবে।

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রয়োজনীয় দলিলাদি এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন তালিকা জমা দিতে হবে। পাশাপাশি নির্ধারিত জামানতের রশিদ বা চালানের কপিও দাখিল করতে হবে।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময় অনুযায়ী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তবে, ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করে ইসি।

রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আজই মনোনয়নপত্র দাখিল করতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার।