জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে ভারত পাকিস্তান নেপাল ভুটান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনিপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিজ নিজ দেশের মানুষের পক্ষে শোকবার্তা পাঠিয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের সরকার।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদে খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের দেশের শোকবার্তা তুলে দেন।

জানাজার জন্য খালেদা জিয়ার মরদেহের লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনে তার মরদেহ আনা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। 

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ। তারা পৃথকভাবে তারেক রহমানের হাতে নিজ নিজ দেশের পক্ষে শোকবার্তা পৌঁছে দিয়েছেন।