জাতীয়

‘খালেদা জিয়া দেশ ও জনগণের স্বার্থে ছিলেন আপসহীন’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ও জনগণের স্বার্থে ছিলেন আপসহীন। তিনি বরাবর ছিলেন মানুষের পাশে। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে হয়ে উঠেছিল ‌‘ইমার্জিং টাইগার’।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা-পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজনীতিতে খালেদা জিয়ার আসার প্রেক্ষাপট তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, রাজনীতিতে তার আগমন ছিল আকস্মিক, কিন্তু তা ছিল অনিবার্য। 

তিনি বলেছেন, যারা দেশনেত্রী খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে, তারা রান্না করা খাবারও খেতে পারেনি, দেশে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।