জাতীয়

রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ তিনজন নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বুধবার ভোর পযর্ন্ত দুর্ঘটনাগুলো ঘটে। 

নিহতরা হলেন রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। দুর্ঘটনায় রফিকুল ইসলামের ছেলে নুর ইসলাম (১৪) গুরুতর আহত হয়েছেন। 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক অপু জানান, রফিকুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় পরিবার নিয়ে বাস করতেন তিনি। মঙ্গলবার রাত ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মহাখালী বাস টার্মিনালে যাওয়ার পথে তেজগাঁও সাত রাস্তার সামনে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। নিহতদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ভাটিয়াবো গ্রামে।

অপর দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।

শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ বলেন, আমারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বুধবার ভোর সারে ৪টার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় জানা যায়নি। তবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।