জাতীয়

সহপাঠীকে হত্যার প্রতিবাদে তেজগাঁও সড়কে শিক্ষার্থীরা 

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে। 

রবিবার (৪ জানুয়ারি) সকালে রানার সহপাঠীরা হত্যার বিচার এবং সকল আসামিকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে সড়কে যাতায়াতকারী অফিসগামী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।

তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার ডিসি ইবনে মিজান রাইজিংবিডি ডটকমকে বলেন, “বাকি অভিযুক্তদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তদন্তের ভিত্তিতে আসামিদের শনাক্ত করছে। শেরেবাংলা নগর থানা পুলিশ তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা রিফাতসহ দুজনকে গ্রেপ্তার করেছে।”

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।