জাতীয়

শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা

জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে যোগ দিতে শাহবাগে জড়ো হচ্ছেন কর্মীরা।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমরা‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।

'মার্চ ফর ইনসাফ' কর্মসূচি শাহবাগ থেকে শুরু হবে। এটি ধানমন্ডি, জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ), পল্লবী, মিরপুর-১০,  গোল চত্বর হয়ে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত যাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।