জাতীয়

সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু করল এনবিআর

সাইবার নিরাপত্তায় সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। 

আজ রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সিকিউরিটি অপারেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মাধ্যমে জারী করা সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসের  লক্ষ্যে এনবিআর এই সিকিউরিটি অপারেশনস সেন্টার স্থাপন করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের একটি বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সিকিউরিটি অপারেশনস সেন্টার পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।