জাতীয়

শহীদ ফিরোজের স্ত্রীর চিকিৎসায় সহায়তা দিচ্ছেন তারেক রহমান

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় এবং সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পরামর্শে মানবিক সহায়তার অংশ হিসেবে একটি প্রতিনিধি দল শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়া এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি শহীদ ফিরোজ আহমেদের বাসায় যান। এ সময় তারা অসুস্থ ফিরোজা আক্তারের খোঁজখবর নেন এবং তার চিকিৎসা সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক নেতা তুষার আহমেদ, ছাত্রদল নেতা মিসবাউল আলম, মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো বিএনপির একটি নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তারেক রহমান সবসময়ই গণতন্ত্র ও আন্দোলনে শহীদ হওয়া পরিবারগুলোর খোঁজখবর রাখছেন এবং তাদের চিকিৎসা ও মানবিক সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।

শহীদ ফিরোজ আহমেদের পরিবার বিএনপির এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।