জাতীয়

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ বুধবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রতিযোগিতা শুরু হবে।

ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন। 

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হবে।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত নির্বাচন কমিশনের পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে নিজে অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।

এদিকে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচন আয়োজন নিয়ে কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।