রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়ির হর্ন বাজালে জরিমানার যে বিধান রয়েছে, সেটি স্মরণ করিয়ে দিয়ে চালকদের সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, “আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকায় (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের রাস্তা ও পার্কিং এলাকা) হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।”
“এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা (অর্থদন্ড/কারাদণ্ড) করা হবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল 'লা মেরিডিয়ান' পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত বছরের সেপ্টেম্বর থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করে যথাযথ কর্তৃপক্ষ। এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। সেক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড হবে।”
ওই এলাকায় চলাচল করা গাড়িচালকদের হর্ন না বাজিয়ে শব্দদূষণ বিধিমালা মনে চলার অনুরোধ করেছে ডিএমপি।